চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিহাব উদ্দিন নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েক কিশোরের বিরুদ্ধে। বুধবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সিহাব শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিরর শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহম্মেদ বলেন, আজ বিকেলে সিহাব তার পাশের গ্রাম থেকে বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলো। রাস্তায় ৮ থেকে ১০ জন নাম না জানা কিশোরকে সিহাব রাস্তা ফাঁকা করে দেয়ার জন্য অনুরোধ জানায়। এতে সিহাবের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে, ওই কিশোররা সিহাবকে বাঁশ ও কাঠ দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা সিহাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই কিশোরদের মধ্যে পূর্বের কোনো ঘটনা নিয়ে শত্রুতা আছে কি-না খোঁজ খবর নেওয়া হচ্ছে।
মেহেদী/ মাসুদ