ঢাকা     শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১০ ১৪৩১

বরিশালে পাঁচ জামায়াতের নেতা আটক

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১০ জুন ২০২৩   আপডেট: ১৩:১০, ১০ জুন ২০২৩
বরিশালে পাঁচ জামায়াতের নেতা আটক

বরিশাল নগরীর কাউনিয়ায় গোপন বৈঠককালে জামায়াতের ৫ নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- নগরী কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, নগরীর চার নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, একই ওয়ার্ডের সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।

শনিবার (১০ জুন) সকালে মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ওসি জানান, শুক্রবার গভীর রাতে নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দোতলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করেছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

স্বপন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়