ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

শীতলক্ষ্যা তীরের অবৈধ ২০ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৮ জুন ২০২৩  
শীতলক্ষ্যা তীরের অবৈধ ২০ স্থাপনা উচ্ছেদ

শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এর মাধ্যমে নদীর প্রায় এক কিলোমিটার জমি দখল মুক্ত হয়। 

রোববার (১৮ জুন) বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সহায়তা করে পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা 

আরো পড়ুন:

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যা নদীর উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রোববার প্রথম দিনের অভিযানে নদীর পূর্ব তীরে বন্দরের নবীগঞ্জ এলাকার পাকা ভবনসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় এক কিলোমিটার নদীর জমি দখলমুক্ত করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ পরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী শিপন প্রমুখ।  

রাকিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়