ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পরীক্ষা চলাকালে ধসে পড়ল ছাদের প্লাস্টার, আহত ৬

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৮ জুন ২০২৩   আপডেট: ১৭:২১, ১৮ জুন ২০২৩
পরীক্ষা চলাকালে ধসে পড়ল ছাদের প্লাস্টার, আহত ৬

অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একটি শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার ধসে পড়েছে। এতে বিদ্যালয়টির ছয় শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

রোববার (১৮ জুন) দুপুরে ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- নবম শ্রেণির সুমিত্রা রায়, সাকি রায়, দশম শ্রেণির আহম্মদ মোয়াল্লেমা, অষ্টম শ্রেণির পর্না মৈত্র, জেবিন রাহাত ও অনন্যা দে।

আরো পড়ুন:

সূত্র জানায়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষীকি পরীক্ষা চলছে। আজ দুপুরে পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের ১ নম্বর কক্ষের ভবনের ছাঁদের প্লাস্টার ধসে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে ছয় শিক্ষার্থী আহত হন। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মির্জা রিয়াদ হাসান জানান, আহত শিক্ষার্থীদের মাথায় এবং শরীরে আঘাত লেগেছে। তাদেরকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

বিদ্যালয়ের শিক্ষক সৌরভ আহমেদ বলেন, পরীক্ষা চলাকালে হঠাৎ ছাদের প্লাস্টার ধসে পড়ে।  

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার বলেন, অনেক পুরনো ভবন হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।  নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেননি।

মনোয়ার/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়