ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবু বরখাস্ত 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৯ জুন ২০২৩   আপডেট: ১৮:৫৯, ১৯ জুন ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবু বরখাস্ত 

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

আরও পড়ুন: দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যু

সোমবার (১৯ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

আরো পড়ুন:

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে (মাহমুদুল আলম বাবু) চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্রপ্রাপ্তির ১০ (দশ) কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ (সোমবার) স্বাক্ষর করেন।

আরও পড়ুন: নাদিমের বাড়িতে পুলিশ সুপার, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

প্রসঙ্গত, সাংবাদিক নামিদ হত্যার পর ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‌্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে ইউপি চেয়ারম্যান বাবু জেল হাজতে আছেন।

আরও পড়ুন: নাদিম হত্যাকাণ্ডে চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক নাদিম

সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত: দেশব্যাপী প্রতিবাদ

সেলিম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়