ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

বালুর ঢিবির নিচে মিলল ৫২ বস্তা চিনি

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২১ জুন ২০২৩  
বালুর ঢিবির নিচে মিলল ৫২ বস্তা চিনি

শেরপুর শহরের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বালুর ঢিবির নিচ থেকে অবৈধ মজুদকৃত ৫২ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে দমদমা এলাকার ব্যবসায়ী অবৈধ মজুতের উদ্দেশ্যে চিনি এনেছেন বলে খবর আসে। পরে বেলাল হোসেনের ভাড়া জমিতে ত্রিপল দিয়ে ঢেকে রাখা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে ৫২ বস্তা চিনি জব্দ করা হয়।  প্রতিটি বস্তায় ৫০ কেজি চিনি ছিল।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, জব্দকৃত চিনি থানায় আনা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ আদালতে জব্দ তালিকা প্রেরণ করা হয়েছে। 

আরো পড়ুন:

তরিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়