মানবতাবিরোধী অপরাধের মামলায় বিল্লাল গ্রেপ্তার
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল
জামালপুর সদর থেকে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লালকে (৮০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জামালপুর পুলিশ সুপার নিজ কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তার বিল্লাল সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আগে থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
সংবাদ সম্মেলনে জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করেন। তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ৮ বছর আত্মগোপনে ছিলেন।
পুলিশ সুপার আরও জানান, ২০১৫ সালের এপ্রিল মাসের ১ তারিখে বীরমুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় মুক্তিযুদ্ধকালীন সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার নামে মামলা করেন। এ মামলায় ওই বছরের ডিসেম্বর মাসের ৯ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সেলিম/বকুল