ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্ন যাত্রা দক্ষিণবঙ্গের ঈদযাত্রীদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২৮ জুন ২০২৩   আপডেট: ১৯:৫১, ২৮ জুন ২০২৩
পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্ন যাত্রা দক্ষিণবঙ্গের ঈদযাত্রীদের

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। পদ্মাসেতু দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের এবারের ঈদযাত্রা একেবারে নির্বিঘ্ন। তেমন কোনও বিড়ম্বনার অভিযোগ পাওয়া যায়নি।

বুধবার (২৮ জুন) সকালে মাওয়া প্রান্তের টোল প্লাজায় যানবাহনের চাপ কিছুটা থাকলেও ছিল না যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ কমেছে। এতে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন লাখো মানুষ।

যাত্রীরা জানান, দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে পদ্মাসেতু। এতে স্বস্তিবোধ করছেন এসব জেলার লাখ লাখ সাধারণ মানুষ।

পদ্মাসেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোরে যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পায়, তখন টোল নিতে একটু সময় লাগে। তবে, কোনও ভোগান্তি ছাড়াই যানবাহন পদ্মাসেতু পারি দিচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ বজলুর রহমান বলেন, ‘সকালে গাড়ির চাপ কিছুটা বাড়লেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। তবে এক্সপ্রেসওয়েতে কোনও যানজট নেই। পদ্মাসেতু টোল প্লাজা এলাকায় যানজট খুব একটা দেখা করা যায়নি। অল্প সময়ে টোল দিয়ে এক্সপ্রেসওয়ে টোল বুথ ও পদ্মা টোল বুথ অতিক্রম করতে হচ্ছে যানবাহনকে।’

রতন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়