ফের ধসে পড়েছে পায়রা বন্দরের সীমানা দেয়াল
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নির্মাণ কাজ শেষ না হতেই ফের ধসে পড়েছে পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা দেয়াল। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় বন্দরের কোয়াটার সংলগ্ন পশ্চিম পাশের ছয়আনি খালের মধ্যে দেয়াল দুটি ধসে পড়ে। এর আগে, বৃহস্পতিবার ৩টি দেয়াল খালের দিকে হেলে পড়ে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বছরের মার্চে ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি ১১ কোটি টাকা ব্যয়ে ওই সীমানা দেয়ালের কাজ শুরু করে। চলতি বছরের জুনে কাজটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পর গতকাল দুটি সীমানা দেয়াল ধসে পড়ে।
স্থানীয়রা জানান, দুটি সীমানা দেয়াল খালের মধ্যে ধসে পড়েছে। নিম্নমানের কাজ হওয়ায় এমনটা ঘটেছে। শামিম গাজী নামের এক যুবক জানান, খালের মধ্যে সীমানা দেয়াল করায় এটি ধসে পড়েছে। এছাড়া, সীমানা দেয়ালের পাশে কোনও সুরক্ষা রাখা হয়নি। এতে পুরো সীমানা দেয়ালটি ধসে পড়তে পারে।
এ বিষয়ে জানতে এবিএম ওয়াটার কোম্পানির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইং আজিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
পায়রা বন্দরের সহকারী প্রকৌশলী (সিভিল) ইঞ্জিনিয়ার ওমর ফারুক বলেন, ‘কীভাবে সীমানা দেয়াল ধসে পড়েছে সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে পায়রা বন্দরের একটি সীমানা দেয়াল ধসে পড়েছিল।
ইমরান/কেআই