ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

তেলবাহী জাহাজে বিস্ফোরণ: নিখোঁজদের উদ্ধারে অভিযান

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২ জুলাই ২০২৩  
তেলবাহী জাহাজে বিস্ফোরণ: নিখোঁজদের উদ্ধারে অভিযান

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগড় নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও চার জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। 

রোববার (২ জুলাই) সকাল ৯টা থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হয়। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টর্গাড ডুবুরি দল ও বিআইডব্লিউটিএ এর কর্মীরা। জাহাজে থাকা ১১ লাখ লিটার তেল এর মধ্যে ৬ লাখ লিটার তেল ইতিমধ্যে অপসারণ করা সম্ভব হয়েছে।
নিখোঁজ চার জনের মধ্যে জাহাজের মাস্টার রুহুল আমিন খান, চালক একরাম হোসেন, সুপারভাইজার মাসুদুর রহমানের পরিচয় পাওয়া গেছে। এছারাও চালকের এক সহকারী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের স্বজনরাও তাদের প্রিয়জনদের খোঁজে সুগন্ধা নদী তীরে অপেক্ষায় রয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনী-২ নামের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় পাড়ে শনিবার দুপুর ২টার দিকে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে। এতে শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), ও মাইনুল ইসলাম হৃদয় (২৯) নামে চার জন দগ্ধ হন। তারা বরিশালে চিকিৎসাধীন রয়েছেন। 

বাংলাদেশ কোস্টর্গাড এর অপারেশন অফিসার মো. শাফয়েত বলেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, তেল অপাসারণের কাজ চলছে।

অলোক সাহা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়