ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৩ জুলাই ২০২৩   আপডেট: ২১:৩০, ৩ জুলাই ২০২৩
ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘সাগর নন্দিনী-২’ নামের তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) পৃথক সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হলো।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, সোমবার সকালে বিস্ফোরণে নদীতে ডুবে যাওয়া জাহাজের পেছনের অংশ উদ্ধারে কাজ শুরু করা হয়। সকাল ১১টার দিকে জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলাল, দুপুর সাড়ে ১২টার দিকে মাষ্টার রুহুল আমিন ও বিকেল সাড়ে ৪টার দিকে উড়ে যাওয়া মাস্টার ব্রিজের ভেতর থেকে ইঞ্জিন ড্রাইভার সরোয়ার হোসেন আকরামের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, রোববার (২ জুলাই) দুপুরে জাহাজের পেছনের ইঞ্জিন রুমের ভেতর থেকে গ্রীজার আব্দুস ছালাম হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার মো. সেলিম জানান, তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে সোমবার তিনজনের এবং গত রোববার একজনের মরদেহ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট শাফায়েত বলেন, ‘নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল ৫টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।’

নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন বলেন, ‘নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত শনিবার (১ জুলাই) দুপুরে ‘সাগর নন্দিনি-২’ তেলবাহী জাহাজে বিস্ফোরণে মাষ্টার ব্রিজ ও স্টাফ কেবিনসহ পেছনের ইঞ্জিন রুমের উপরের অংশ নদীতে ডুবে যায়। এ ঘটনায় ৫ জন দগ্ধ ও ৪ জন নিখোঁজ হন।

অলোক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়