সুগন্ধায় ‘সাগর নন্দিনী ২’ জাহাজে ফের বিস্ফোরণ
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত ‘সাগর নন্দিনী ২’ নামের তেলবাহী জাহাজ থেকে তেল অপসরণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে সাগর নন্দিনী-৪ নামের আরও একটি জাহাজ নোঙ্গর করা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত শনিবার (১ জুলাই) দুপুরে ‘সাগর নন্দিনি-২’ জাহাজে বিস্ফোরণে মাষ্টার ব্রিজ ও স্টাফ কেবিনসহ পেছনের ইঞ্জিন রুমের উপরের অংশ নদীতে ডুবে যায়। এ ঘটনায় ৫ জন দগ্ধ ও ৪ জন নিখোঁজ হন। পরে নিখোঁজ সবার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
অলোক/কেআই