সুগন্ধায় তেল ছড়িয়ে পড়া রোধে কাজ শুরু করেছে কোস্টগার্ড
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠির সুগন্ধা নদীতে টানা সাড়ে ১১ ঘণ্টা পর জ্বালানি তেলবাহী জাহাজের আগুন নিভেছে। এখন জাহাজটি নিরাপদ রয়েছে জানিয়েছেন উদ্ধারকারীরা। অসচেতনতা থেকেই বারবার এমন ঘটনা ঘটছে বলে প্রেস ব্রিফংয়ে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন।
অপরদিকে জাহাজে থাকা তেল সুগন্ধা নদীতে ছড়িয়ে পড়েছে বলে জানান কাস্টগার্ড দক্ষিণ জোন অপারেশন কর্মকর্তা।তবে সুগন্ধায় তেল ছড়িয়ে পড়া রোধে কাজ শুরু করেছে কোস্ট গার্ড
মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি পৌর মিনি পার্কে সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
অসচেতনতা থেকে বারবার এমন ঘটনা ঘটছে বলে জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের জাহাজগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ থাকছে না। বিস্ফোরিত জাহাজের তেল থেকে এখন আর দুর্ঘটনার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
এদিকে একইস্থানে পৃথক সংবাদ সম্মেলনে কাস্টগার্ড দক্ষিণ জোন অপারেশন কর্মকর্তা লে. শাফায়েত হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, জাহাজে থাকা তেল ছড়িয়ে পড়েছে নদীতে। তেল ছড়িয়ে পড়া রোধে অত্যাধুনিক তেল অপসারণকারী ল্যামোর সংযুক্ত বোট দিয়ে কাজ শুরু করেছে কোস্ট গার্ড।
একই কোম্পানির জাহাজগুলোতে বারবার দুর্ঘটনার ব্যাপারে এ কোম্পানির ট্যাঙ্কারের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় কাগজপত্র চাওয়া হলে সাগর নন্দিনী কর্তৃপক্ষের কোন সারা মিলছে না বলে অভিযোগ করেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখা উচিৎ বলেও উল্লেখ করেন তিনি।
অলোক/টিপু