ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

ট্যাংকারে বিস্ফোরণ: আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৪ জুলাই ২০২৩   আপডেট: ১৭:০৬, ৪ জুলাই ২০২৩
ট্যাংকারে বিস্ফোরণ: আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার জাহাজ ‌‘সাগর নন্দিনী-২’-এর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে তিনি দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শনে যান। 

আরও পড়ুন: ১১ ঘণ্টা পর তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে 

সাংবাদিকদের কাছে সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘প্রথম দুর্ঘটনার পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর দ্বিতীয় দুর্ঘটনা ঘটলে আন্তঃমন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে সব বিভাগ থাকবে। ধ্বংসপ্রাপ্ত এই জাহাজে ৩ লাখ ৮০ হাজার লিটার পরিত্যক্ত তেল রয়েছে। এই তেল অপসারণ করার ব্যাপারে জেলা প্রশাসক তার তত্ত্ববধায়নে ব্যবস্থা নেবেন। দুর্ঘটনা কবলিত জাহাজটির পাশে থাকা ডিজেল ভর্তি অপর জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

আরো পড়ুন:

আরও পড়ুন: ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নেভি ও পরিবেশ অধিদপ্তর সম্মেলিতভাবে কাজ করায় পরিবেশের বিপর্যয় রোধ করা সম্ভব হয়েছে।’

ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘ঝালকাঠিতে নৌ ফায়ার স্টেশন স্থাপনের ব্যাপারে সুপারিশ পাঠানো হবে।’

আরও পড়ুন: তেলবাহী জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ একজনের লাশ উদ্ধার

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয়  কমিশনার মো. আমিন উল আহসান, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আ. খালেক মল্লিক, যুগ্ম-সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল প্রমুখ।

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়