বিদ্যুৎস্পৃষ্টের পর নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে নৌকা থেকে পড়ে বৌলাই নদীতে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এসময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৮ জুলাই ) দুপুরে উপজেলার সদরের রতনশ্রীর গ্রামের বৌলাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম জানে আলম জিন্টু (৪০)। তিনি পেশায় নৌকা মেরামতের মিস্ত্রি ছিলেন।
আহতরা হলেন- নুর আলম (৩০), ইয়াজুল হক (৫৬) ও উসাস মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামের আখুঞ্জি বাড়ির সামনে একটি পর্যটকবাহী নৌকা তৈরী করেন জানে আলম জিন্টুসহ ৫-৬ জন মিস্ত্রি। আজ সকালে ওই নৌকায় মেশিন লাগিয়ে পরীক্ষা করার জন্য বৌলাই নদী দিয়ে তাহিরপুর সদরে আসতে রওনা করেন তারা। রতনশ্রী এলাকায় নদীর উপর দিয়ে টাঙানো পল্লী বিদ্যুৎতের ঝুলে থাকা তারে জানে আলম জিন্টু বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জানে আলম জিন্টুর লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্যে ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে নৌকার মিস্ত্রির লাশ উদ্ধার করে।
মনোয়ার/ মাসুদ