৪০০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে ১০০ টাকায় বিক্রি
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব এক উপায় বেঁছে নিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার রফিকুল ইসলাম মানিক নামের এক যুবক। তিনি বাজার থেকে ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে তা সাধারণ মানুষের মধ্যে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।
রোববার (৯ জুলাই) উল্লাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নূরানী মোড় এলাকায় ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রির আয়োজন করেন তিনি।
স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, ‘বর্তমানে উল্লাপাড়ার খুচরা বাজারে কাঁচা মরিচ ৪৫০-৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। মানিক ভাইয়ের কাছ থেকে ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনলাম। ফলে আমাদের অনেকটা সাশ্রয় হলো।’
কাঁচা মরিচ কিনতে আসা সবুর সেখ জানান, মানিক ভাইয়ের ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রির কথা শুনে এসেছি। খুবই ভালো একটা উদ্যোগ।
রফিকুল ইসলাম মানিক বলেন, ‘ব্যবসায়ী একটি সিন্ডিকেট হঠাৎ করে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এর প্রতিবাদে বাজার থেকে ৪০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে ১০০ টাকা কেজি দরে বিক্রির ব্যবস্থা করেছি।’
তিনি বলেন, ‘মোট ১০০ কেজি কাঁচা মরিচ কিনে বিক্রি করেছি। যারা সিন্ডিকেট করে কাঁচা মরিচের দাম বাড়িয়েছে তাদের প্রতি আমার এটা নীরব প্রতিবাদ।’
রাসেল/কেআই