ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

তালতলীতে ভেসে আসলো মৃত ডলফিন

  বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৩ জুলাই ২০২৩  
তালতলীতে ভেসে আসলো মৃত ডলফিন

বরগুনার তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায় বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে একটি মৃত্যু ডলফিন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়রা মৃত ডলফিন টিকে দেখতে পায়। 

পরে তারা বন বিভাগের খবর দেয়। বন বিভাগের সদস্যরা মৃত ডলফিনটি উদ্ধার করেছেন।

নলবুনিয়া এলাকার বাসিন্দা তৌহিদ রাজু বলেন, ‘সকাল ১০টার দিকে মৃত্যু ডলফিন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভাসতে দেখি। এরপর আমি বন বিভাগে জানাই।’ 

আরো পড়ুন:

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘কীভাবে ডলফিনটি মারা গেছে আপাতত বলতে পারছি না। এটি ৬ ফুট লম্বা হবে। ডলফিনের লেজে এবং গলার দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধান শেষে ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।’ 
 

ইমরান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়