ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

পিকআপ নিয়ে ঘুরে বেড়ানো ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৪ জুলাই ২০২৩   আপডেট: ১৩:০৫, ১৪ জুলাই ২০২৩
পিকআপ নিয়ে ঘুরে বেড়ানো ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন

নিহত ফল ব্যবসায়ী মোমেন শেখ

গাজীপুরে পিকআপ নিয়ে ছিনতাইকারীরা ঘুরে বেড়াচ্ছে।  ভ্রাম্যমাণ এই ছিনতাইকারীদের হাতে মোমেন শেখ (৫০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে গাজীপুরে মহানগরীর হানকাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত মোমেন শেখ গাজীপুর কালীগঞ্জ উপজেলার ছাতীয়ানি গ্রামের ওসমান আলী শেখের ছেলে।  

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্বজনরা জানান, ওসমান আলী চান্দনা চৌরাস্তা এলাকা হতে ফল কিনে অটোতে বাড়ির দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫ টার দিকে মহানগরীর হানকাটা ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপে করে ৪/৫ জন যুবক এসে পথরোধ করে। এ সময় তারা টাকা দাবি করে। টাকা না পেয়ে ধারালো লোহার শিক দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বলেন, আমার ভাই ভ্যানে করে ফল বিক্রি করতেন। সে গাজীপুর চৌরাস্তা থেকে ফল কিনে বিভিন্ন যায়গায় বিক্রি করেন। আজ ভোর ৪ টার দিকে ফল কিনতে যায়। তার কাছে টাকা ছিলো এটা হয়তো কোন মাধ্যমে ছিনতাইকারী চক্র জানতে পেরেছিলো। মারা যাওয়ার পর দেখতে পাই ভাইএর কোমরে টাকা বাঁধা রয়েছে। এই টাকা না পেয়েই তারা ভাইকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শী অটোচালক মাহবুব বলেন, আমরা ফল নিয়ে যাচ্ছিলাম। হানকাটা ব্রিজের উঠছিলাম এমন সময় পিক-আপে করে তারা এসে আমাদের আটকে দেয়। পরে ওসমান ভাইএর কাছে টাকা চায়। তিনি বলেন টাকা নাই।  এটা শোনার পর তিন-চার জন মিলে তাকে মারতে শুরু করে। এরমধ্যে একজন আমাকে ধরে রাখে। টাকা না পেয়ে ওসমান ভাই এর বুকে ও পেটে লোহার শিক ঢুকিয়ে দেয়। পরে আমাকে মারতে যাবে এমন সময় পেছন থেকে একটি ট্রাক আসা দেখে তারা পালিয়ে যায়। 

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

রেজাউল করিম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়