ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৪ ১৪৩১

পুকুরে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১৪ জুলাই ২০২৩  
পুকুরে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

নরসিংদীর পলাশে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের মৎস্য চাষি মো. কিরন আলী প্রধানের পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে।

খোঁজ নিয়ে জানা যায়, কিরন আলী প্রধান তার নিজ বাড়ির পাশ্ববর্তী ৭০ শতক পুকুরে কৈ মাছ চাষ করেন। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেয়  দুর্বৃত্তরা। আজ ভোরে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখেন তিনি। 

কিরন আলী প্রধান বলেন, ‘আমি এই পুকুরে তিন মাস আগে দুই লাখ কৈ মাছ ছেড়েছি। প্রায় সাড়ে ১২ টন খাবার এই মাছগুলোকে খাইয়েছি। আমার এই পুকুরে ১০ টন মাছ ছিল। গেলো রাতে আমার পুকুরে কে বা কারা বিষ দিয়েছে। এতে সব মাছ মরে ভেসে উঠেছে। আমি এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়ের করব।

আরো পড়ুন:

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনা আমাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হৃদয়/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়