ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

সৌদি আরবে অগ্নিদুর্ঘটনা: মারা যাওয়া ওবাইদুলের বাড়িতে শোকের মাতম

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৫ জুলাই ২০২৩  
সৌদি আরবে অগ্নিদুর্ঘটনা: মারা যাওয়া ওবাইদুলের বাড়িতে শোকের মাতম

মারা যাওয়া ওবায়দুল হক

সৌদি আরবের দাম্মাম শহরের একটি ফার্নিচার কারখানায় অগ্নিদুর্ঘটনায় মারা যাওয়া ওবায়দুল হকের (৩৩) বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

শনিবার (১৫ জুলাই) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে নিহতের বাড়িতে গিয়ে এ চিত্রই দেখা গেছে। 

মারা যাওয়া ওবাইদুল হক চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। 

আরো পড়ুন:

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সংসারে স্বচ্ছলতা ফেরাতে ওবাইদুল হক সৌদি আরবে যান। চার বছর ধরে তিনি ওই দেশটির দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত তিনদিন আগে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। হুফুপ সানাইয়া এলাকায় আগুন লাগার খবর জানার পর থেকে ওবায়দুল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। পরে আজ শনিবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে ওবায়দুল হকের মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিহত ওবায়দুল হকের ফুফাতো ভাই সোহরাব হোসেন জানান, ২০১৯ সালে ওবায়দুল হক সৌদি আরবে যান। তিনদিন আগে তার সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়। তার মরদেহ নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন। 

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা খাতুন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পরিবারের সদস্যরা মরদেহ ফিরে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন। 

নলডঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়