নাকুগাঁও স্থলবন্দরে এলো ১৫০০ কেজি শুকনো মরিচ
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথরের পর এবার ভারত থেকে প্রথমবারের মতো শুকনো মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার (১৫ জুলাই) ১৫০০ কেজি শুকনো মরিচ ভর্তি ট্রাক দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরে এসে পৌঁছায়।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের অন্যতম এই স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীরা কয়লা ও পাথর আমদানি করতেন। বর্তমানে শুধুমাত্র পাথর আমদানি চলমান রয়েছে এই বন্দরটিতে। এখন শুকনো মরিচ আমদানি শুরু হলো।
ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমি প্রথমবারের মতো দেড়টন শুকনা মরিচ আমদানি করলাম। যদি লাভের মুখ দেখি তাহলে পরবর্তীতে আরো বেশি করে আমদানি করবো।
বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আমরা অনুমোদিত সব পণ্য আমদানি করতে প্রস্তুত। তবে দুই দেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট ব্যপারে সব সম্ভব হয়ে উঠছে না। আমদানি যোগ্য পণ্যের মধ্যে শুকনো মরিচ যোগ হওয়ায় আমরা খুশি৷
তিনি আরো বলেন, এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করার জন্য আমরা ইতোমধ্যে এলসি দিয়েছি। এছাড়াও সুপারি, শুটকি মাছ ও ফলমূল আমদানির পরিকল্পনা আছে আমাদের।
নাকুগাঁও স্থলবন্দর কর্মকর্তা পার্থ ঘোষ বলেন, পাথর কয়লার পর এবার দেড় টন শুকনো মরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। সব বৈধপণ্য আমদানি করতে সরকারিভাবে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তারিকুল/ মাসুদ