যশোরে ছিনতাইকারীদের হামলায় আহত কনস্টেবলকে ঢাকায় প্রেরণ
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

রাতের বেলায় যশোর রেল স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের মালমাল ও টাকা পয়সা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যশোর জিআরপির কনস্টেবল আনিচুর রহমান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় ইকরাম হোসেন নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। ইকরাম যশোর শহরের চাঁচড়া রায়পাড়া চঞ্চলের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের ছেলে।
শনিবার (১৫ জুলাই) গভীর রাতে এই ঘটনায় খুলনা রেলওয়ে থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেছেন জিআরপি পুলিশ যশোর ক্যাম্পের এএসআই মোজাহেদ আলী সরকার।
এই মামলার পলাতক অপর আসামিরা হলেন- চাঁচড়া রায়পাড়ার বাবুর ছেলে রনি (২৫), আলী ড্রাইভারের ছেলে আছিফ (২৫), জাফর আলীর ছেলে সজিব (২৩), কিচলুর ছেলে শাহিন (২১), হবির ছেলে গাজি (২৩), ল্যাংড়া ওসমানের ছেলে আকাশ (২৩) ও পুলেরহাটের কবিরের ছেলে মুরাদ (২২)।
বাদী মামলায় জানিয়েছেন,আসামিরা প্রতিনিয়ত যশোর রেলওয়ে স্টেশনে দিনেরাতে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মালামাল ছিনতাই করে থাকে। বাদীসহ যশোর জিআরপি ক্যাম্পের পুলিশ সদস্যরা ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা দিতে নিয়মিত ডিউটি করে থাকে। গত শনিবার রাতে পুলিশ কনস্টেবল আনিচুর রহমান ও আব্দুর রহমান রনি স্টেশনের প্লাটফর্ম ঘুরে ডিউটি করছিলেন। রাত আড়াইটার দিকে রংপুরের চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি যশোর স্টেশনে আসে। ওই ট্রেন থেকে যাত্রীরা নেমে ওভার ব্রিজের কাছে গেলে ওই দুর্বৃত্তরা এসে ছুরি চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় কনস্টেবল আনিচুর রহমান সেখানে গিয়ে ওই দুর্বৃত্তদের বাধা দেন। এসময় দুর্বৃত্তরা আনিচুর রহমানকে ছুরিকাঘাত করে। আনিচুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে রেফার করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আহম্মেদ তারেক শামস্ জানিয়েছেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের পর তার অবস্থার অবনতি হয়েছে।
এই ঘটনায় এএসআই মোজাহেদ আলী সরকার খুলনা জিআরপি থানায় ৮জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ রাতেই ইকরাম হোসেন নামে একজনকে আটকের পর গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, আসামি রনি কিছুদিন আগে রেল স্টেশনের প্লাটফর্মের ওপরই রায়পাড়ার মামুন নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ওই ঘটনায় থানায় মামলা হলেও অজ্ঞাত কারণে পুলিশ আটক করেনি।
রিটন/টিপু