ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১৭ জুলাই ২০২৩  
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

গোয়াল ঘরে গরু রাখাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছোট ভাই আব্দুল হোসেনের (২৯) হাতে বড় ভাই সেতাউর রহমান (৪৩) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ-পিরোজপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহত সেতাউর রহমান একই গ্রামের মৃত আইনাল উদ্দীনের ছেলে। 

আরো পড়ুন:

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ পরিবারের বরাত দিয়ে জানান, গোয়াল ঘরে গরু রাখাকে কেন্দ্র করে সেতাউর রহমানের সঙ্গে বিরোধ হয় ছোট ভাই আব্দুল হোসেনের। সোমবার দুপুর ৩টার দিকে দুই ভাই বিবাদে জড়ান। কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল হোসেন তার বড় ভাই সেতাউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই সেতাউর রহমানের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তদের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পালাতক। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়