নরসিংদীতে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নরসিংদীতে সড়ক অবরোধ করে বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের সমর্থকদের উপর হামলা, গাড়ি ভাঙচুরসহ সরকার পতনের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার সকালে মাধবদী বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পরেন সাধারণ মানুষ। খায়রুল কবিরের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবদী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে কিছু বহিরাগত সন্ত্রাসী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে, তাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করছে, গাড়ি ভাঙচুর করছে, খায়রুল কবির খোকনের বাসভবনে আগুন দিচ্ছে। এসব দেখেও প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না।
বক্তারা দ্রুত এর বিচার দাবি করেন।
এ সময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হৃদয়//