ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১৮ জুলাই ২০২৩  
নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র কারাগারে

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। জামিন আবেদনের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ আদেশ দেন। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল লতিফ বিষযটি নিশ্চিত করেছেন।

 

আরো পড়ুন:

এর আগে, নাশকতার মামলায় আদালতে জামিন আবেদন করেন চিশতি। কিন্তু আদালত তার আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী জানান, চিশতী হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি আদালতে হাজির হয়ে ওই মামলার জামিন প্রার্থনা করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-বিএনপির ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া সদর থানা পুলিশের এসআই দেলওয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা পৌর মেয়রসহ ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলা নম্বর: জিআর ৯৬২/২২।

শাহীন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়