ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

চাঁদ তো ‘জাতীয় বীর’ হয়ে গেছেন: মিনু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ১৮ জুলাই ২০২৩  
চাঁদ তো ‘জাতীয় বীর’ হয়ে গেছেন: মিনু

বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন মিজানুর রহমান মিনু

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দিয়ে ১৭ মামলার আসামি হয়ে গ্রেপ্তারের পর কয়েকদফা রিমান্ডে যাওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ‘জাতীয় বীর’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। 

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা ও মাহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নগরীর ভুবনমোহন পার্কে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মিনু বলেন, ‘প্রশাসন আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। আমার ভাই আবু সাইদ চাঁদ সহজ সরল, শান্ত প্রকৃতির মানুষ। সত্য কথাই বলেন তিনি। তিনি তার বক্তব্য রেখেছেন। আপনি প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ থেকে ম্যাডামকে (খালেদা জিয়া) টুকুস করে ফেলতে চাইলেন। নোবেল জয়ী ড. ইউনুসকে ফেলতে চাইলেন। তখন কিছু হলো না। আর আবু সাঈদ চাঁদের একটা বক্তব্যে তাকে গ্রেপ্তার করা হলো।’

আরো পড়ুন:

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের রুচি বিকৃত হয়ে গেছে। শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন।’

সমাবেশের পর সরকারের পদত্যাগের একদফা দাবিতে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের নগরীর গোরহাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কেয়া/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়