ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

২০ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২০ জুলাই ২০২৩   আপডেট: ১৩:০৪, ২০ জুলাই ২০২৩
২০ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না 

২০ বছর আগে প্রতিপক্ষকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা হয়েছিলো নুরুল আলমের (৭০)। সাজা থেকে রক্ষা পেতে বছরের পর বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি এই আসামির। চট্টগ্রাম নগরী থেকে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা নুরুল আবছার এই আসামিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ১৯৮৯ সালে ফটিকছড়ি থানাধীন ফতেহাবাদ এলাকায় বাড়ি সংলগ্ন রাস্তা দখলকে দুই পক্ষের সংঘর্ষ হয়। এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হন এক ব্যাক্তি। এই ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত আসামি নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন নুরুল আলম। সর্বশেষ বুধবার রাতে র‌্যাব জানতে পারে তিনি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন বেপারীপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর নুরুল আলম হত্যাকাণ্ডে তার যাবজ্জীবন সাজা হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

রেজাউল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়