নৌকা বিদ্যুতায়িত হয়ে হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুতায়িত হওয়া পর্যটকবাহী নৌকা থেকে হাওরে পড়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত পর্যটকের নাম জামরুল মিয়া (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারই গ্রামের হারুনুর রশিদের ছেলে।
শুক্রবার (২১ জুলাই) উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদী থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গতকাল রাতে পালই হাওরে নিখোঁজ হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৭ জন পর্যটক একসঙ্গে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন। রাত সাড়ে ৯টার দিকে তাহিরপুর উপজেলার টেকেরঘাট যাওয়ার পথে পর্যটকবাহী নৌকাটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। এ সময় সবাই পানিতে লাফ দিয়ে সাঁতার কেটে তীরে উঠার চেষ্টা করেন। তখনই জামরুল নিখোঁজ হন। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোয়ার/কেআই