ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২২ জুলাই ২০২৩   আপডেট: ১৪:২২, ২২ জুলাই ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পিকআপের ধাক্কায় ফাতেমা বেগম (৪২) ও হেলাল উদ্দিন (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ফলিমারির বিলে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাতেমা বেগম ভোলাহাট উপজেলার গোহালবাড়ি এলাকার মৃত ইদ্রিসের মেয়ে ও হেলাল উদ্দিন ধরমপুর এলাকার সমশের আলীর ছেলে।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, জেলার শিবগঞ্জ থেকে ছেড়ে আসা ভোলাহাটগামী পিকআপটি শিবগঞ্জগামী অটোরিকশাটিকে ফলিমারির বিলে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় ফাতেমা মারা যান। অন্যদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেলাল উদ্দিন মারা যান। এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আরও দুজন আহত হয়েছেন। 

দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও পিকআপ ও সিএনজি  পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ওসি সেলিম।

শিয়াম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়