বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বড়গুনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের আসাদ শেখ ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ শেখের ঘর সংস্কারের কাজ করছিলেন নাসিম মোল্লা। কাজের প্রয়োজনে চালার ওপরে থেকে একটি বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধারে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আসাদ। দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ‘বিষয়টি জানতে পেরে উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
শহিদুল/কেআই