ঝালকাঠিতে বাস উল্টে নিহত ১৭: তদন্ত কমিটি গঠন
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে বাস পুকুরে পড়ার কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৪৯ বাশার স্মৃতি পরিবহণের বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল।
ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দায় ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রুত গতিতে আসা বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানান, এখন পর্যন্ত আটজন নারী, ছয়জন পুরুষ ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৩৫ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ‘বেপরোয়া গতিতে বাঁক ঘুরতে গিয়ে পুকুরে পড়ে বাসটি’
ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মু: নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত বাসের চালক এবং সুপারভাইজারের সন্ধান পাওয়া যায়নি। হেলপার আকাশ (১৭) কে পাওয়া গেছে।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে নিহত ১৭ জনের পরিবারকে লাশ দাফন ও পরিবহনের জন্য এক লাখ টাকা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান ১৭ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।
অলোক/বকুল