ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর রংপুর

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৫ জুলাই ২০২৩   আপডেট: ১৮:২৪, ২৫ জুলাই ২০২৩
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর রংপুর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা ও বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করবে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আগামী ২ আগস্ট দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জিলা স্কুলমাঠে জনসভা করতে আসছেন। 

দীর্ঘ একযুগ পর প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে রংপুর শহরজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই উৎসবের সঙ্গে উচ্ছ্বাসিত এখানকার আওয়ামীলীগ ও দলীয় অঙ্গসংগঠনগুলোও।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সরেজমিনে জিলা স্কুল মাঠ সভাস্থলসহ রংপুর নগরী ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমনে দলের স্থানীয় নেতা-কর্মীরা বঙ্গবন্ধু কন্যার ছবির সঙ্গে নিজেদের ছবি দিয়ে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণে ছেয়ে ফেলেছে পুরো এলাকা।

আরো পড়ুন:

নগরী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে এখন সাজ সাজ রব। প্রতিটি মোড়ে মোড়ে একাধিক তোরণ নির্মাণ করা হচ্ছে দলের সভানেত্রীর আমনকে ঘিরে। এছাড়াও প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরাও এখন ব্যস্ত সময় পার করছেন।

প্রধামন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রংপুরের পুত্রবধূর এই সমাবেশকে সফল করতে দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা, মহানগর, উপজেলাসহ ওয়ার্ডে ওয়ার্ডে করছে প্রস্তুতি সভা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় বিশেষ বর্ধিত সভা করছে জেলা ও মহানগর আওয়ামীলীগ। সেখানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নিয়েছিলেন। সভা থেকে স্থানীয় নেতা-কর্মীদের এই মহাসমাবেশ সফল করতে দেওয়া হয়েছে নির্দেশনাও।

রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন রংপুরসহ এই বিভাগের সর্বস্তরের মানুষ। নেতাকর্মীদের মনে এখন ঈদের আনন্দের জোয়ার বইছে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে।

আবুল কাশেম আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনের দিন আমরা আশা করছি ১০ লাখের অধিক লোকের সমাগম ঘটবে এই সমাবেশে‌।’ সমাবেশ সফল করতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলেও জানান তিনি।

দীর্ঘ একযুগ পর রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা জিলা স্কুল মাঠে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণে খুলবে সম্ভাবনার অনেকদ্বার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসবে বলে আলোচনা চলছে রংপুরে। 

আমিরুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়