ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রংপুরে উন্নয়নের সুখবর দেবেন প্রধানমন্ত্রী : বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৬ জুলাই ২০২৩   আপডেট: ১৬:২৯, ২৬ জুলাই ২০২৩
রংপুরে উন্নয়নের সুখবর দেবেন প্রধানমন্ত্রী : বাণিজ্যমন্ত্রী

আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসবেন। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন সরকারপ্রধান। সেই জনসভায় প্রধানমন্ত্রী রংপুরবাসীকে ফের উন্নয়নের সুখবর দেবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘১১ বছর আগে রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি তা পালনও করেছেন। তিনি ফের রংপুরে আসছেন, উত্তরবঙ্গের দায়িত্ব যেহেতু নিয়েছেন আমাদের সামনের চাওয়াগুলোও তিনি পূরণ করবেন।’

বুধবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের দামের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে পণ্যের দাম নির্ধারণ করা হয়। তবে, কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করছে। সাধারণ মানুষের ব্যাপারে সরকার যথেষ্ট সংবেদনশীল। তাইতো, দেশে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে থাকলেও পাঁচ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে সরকার।’

আমিরুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়