ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নাটোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৬ জুলাই ২০২৩  
নাটোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলা থেকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাতে লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সাজাপ্রাপ্ত ফসিয়ার রহমান যশোরের বাঘাপাড়া থানার ছোট খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। 

আরো পড়ুন:

বুধবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

র‌্যাব জানায়, ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে অপহরণ, নির্যাতন, আটক ও ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন তিনি। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চলতি বছরের ২৫ জুন ফসিয়ার রহমানসহ ৪ জনকে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকেই ছদ্মবেশ ধারণ করে পালিয়ে ছিলেন সাফিয়ার রহমান। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরিফুল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়