ঢাকা     বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২৭ জুলাই ২০২৩   আপডেট: ০৮:৩০, ২৭ জুলাই ২০২৩
নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা 

ময়মনসিংহের ভালুকায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জনি মিয়া (২২) নামে মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে।

বুধবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রুপিনা বেগম (৫৫) ওই গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি কামাল হোসেন জানান, জনি মিয়া বখাটে ও নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা না পেয়ে বসত ঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে দা দিয়ে ঘাড়ের বাম পাশে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নিহত রুপিনা বেগম চার সন্তানের জননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে সংসার চলতো। 

ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  জনিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মিলন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়