ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

‘আগামী ২ আগস্ট রংপুর হবে স্লোগানের শহর’ 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ২৭ জুলাই ২০২৩  
‘আগামী ২ আগস্ট রংপুর হবে স্লোগানের শহর’ 

‘তারেক জিয়া দেশের বাইরে থেকে দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন।  তারেক জিয়াসহ বিএনপির সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আগামী ২ আগস্ট রংপুরের জনসমাবেশ জনসমুদ্রে পরিণত করবে রংপুরবাসী। এই জনসমুদ্রের সমাবেশের মাধ্যমে বিএনপি ও জামায়াতকে বয়কট করবে জনগণ। এই দিন রংপুর শহর হবে স্লোগানের শহর।’ 

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদে এমন কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এস এম কামাল হোসেন বলেন, ‘সাড়ে ৪ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসছেন। এটাই হচ্ছে বড় চমক। উত্তর জনপদের মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য আসবেন, কৃতজ্ঞতা জানানোর জন্য আসবেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দিকনির্দেশনার নিতে আসবেন।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগের হাত ধরেই। ভারত থেকে যা কিছু অর্জন তা শেখ হাসিনার হাত ধরে। বাংলাদেশের অধিকার আদায় একমাত্র শেখ হাসিনার হাত ধরেই সম্ভব। বিএনপিও ক্ষমতায় ছিল কিন্তু কোনো অধিকার আদায় করতে পারেনি।’ 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আ্হ্বায়ক আবুল কাশেমসহ অন্যান্য নেতারা।
 

আমিরুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়