ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

টেকনাফে ৯ বছরের শিশুকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৮ জুলাই ২০২৩  
টেকনাফে ৯ বছরের শিশুকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে ফারিহা (৯) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় হ্নীলা বাজার থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে ছাড়াতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

ফারিহা হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজারের ছানা উল্লাহর মেয়ে। সে হ্নীলা দারুস-সুন্নাহ মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

অপহৃতের মা জেসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মামার বাড়ি থেকে ফেরার পথে ফারিহাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাকে ছেড়ে দিতে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। তাৎক্ষণিক বিষয়টি টেকনাফ মডেল থানায় অভিযোগের মাধ্যমে জানাই। কিন্তু এখন পর্যন্ত আমার মেয়ের সন্ধান মেলেনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাদ্রাসা পড়ুয়া ফারিহা নামের এক শিশু অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

তারেকুর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়