ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

শান্তি সমাবেশ শেষে সংঘর্ষে নিহত যুবকের বাড়িতে শোকের মাতম

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৩০ জুলাই ২০২৩   আপডেট: ১৬:৫৮, ৩০ জুলাই ২০২৩
শান্তি সমাবেশ শেষে সংঘর্ষে নিহত যুবকের বাড়িতে শোকের মাতম

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশ শেষে রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছে দুপক্ষের সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম রেজাউল করিম (২১)। তিনি শেরপুরের নকলা উপজেলার নারায়ণকোটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

রোববার (৩০ জুলাই) নকলা থানার ভারপ্রাপ্ত (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় নিহত ওই যুবকের বাড়ি নারায়ণখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে। তবে, সে কীভাবে মারা গেছে সে সম্পর্কে অফিসিয়ালি কোন কিছু এখনো জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, গোলাপ শাহ মাজারের কাছে নিহত ওই যুবকের বাড়ি শেরপুরের নকলায়।

এদিকে, রেজাউলের মৃত্যুর খবর জানার পর তার বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহতের বাবা আব্দুস সাত্তার। আর বুক চাপড়ে বিলাপ আর আহাজারি করে কান্না করছেন মা রেনু বেগম।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রেজাউল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি ঢাকার যাত্রাবাড়ীতে একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগের ছাত্র ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ জুলাই) বিকেলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশ শেষে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে রেজাউল নিহত ও ৪ জন আহত হন।

তারিকুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়