ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

লেকের পানিতে প্রাণ গেলো বশেমুরবিপ্রবির ২ শিক্ষার্থীর

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:৩৬, ১ আগস্ট ২০২৩
লেকের পানিতে প্রাণ গেলো বশেমুরবিপ্রবির ২ শিক্ষার্থীর

তাস‌ফিয়া জাহান রিতু ও অন্যানা জাহান হিয়া

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুর‌বিপ্রবি) লেকের পানিতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সাঁতার না জানায় ওই শিক্ষার্থীরা মারা গেছেন।

বশেমুর‌বিপ্রবি’র ভি‌সি অধ্যাপক ড. একিউএম মাহবুব ও গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন- বশেমুর‌বিপ্রব ‘র পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও খুলনা শহরের বাসিন্দা তাস‌ফিয়া জাহান রিতু (২১) এবং একই ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও খুলনা জেলার বড় কয়রা মদ্যপাড়া এলাকার ম‌নিরুজ্জামানের মেয়ে অন্যানা জাহান হিয়া (২০)। 

আরো পড়ুন:

‌বিশ্ববিদ্যাযালয়ের ভিসি অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব জানান, পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসফিয়া জাহান রিতু ও অন্যানা জাহান হিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকেন। আজ দুপুরে বৃষ্টি নামলে ওই দুই শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে গোসল করার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লেকে নামেন। এ সময় হিয়া লেক থেকে উপরে উঠতে গেলে পা পিছলে পানিতে পড়ে যান। সঙ্গে থাকা অপর শিক্ষার্থী রিতু পড়ে যাওয়া হিয়াকে লেক থেকে টেনে তুলতে গেলে তিনিও পানিতে পড়ে যান। পরে লেকের আশপাশে থাকা অন্যরা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওই দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে ভিড় করেন। মারা যাওয়া দুই শিক্ষার্থীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে দুই শিক্ষার্থীর মরদেহ তাদের বু‌ঝিয়ে দেওয়া হবে।

ভিসি আরো বলেন, ওই লেকে গোসল না করার জন্য বারবার নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। লেকে সাইনবোর্ড টাঙানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজেদুর রহমান আকাশ বলেন, মারা যাওয়া দুই শিক্ষার্থী লেকের পানিতে ডুবে গেছেন এমন খবর পেয়ে আমিসহ কয়েকজন মিলে তাদের খোঁজাখুজি শুরু করি। কিছু সময় পর তাদের দুইজনের মরদেহ উদ্ধার করি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

অপর শিক্ষার্থী শিহাব বিশ্বাস বলেন, ওই দুই শিক্ষার্থীকে উদ্ধারের পর বিশ্ববিদ্যালয়ে থাকা মেডিকেল দল ঠিকমত সেবা দিতে পারেনি। এমনকি যে অ্যাম্বুলেন্সে গুরুতর অবস্থায় দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে সেখানে কোন অক্সিজেন ছিল না। আমাদের ধারণা সঠিক সময়ে সঠিক সেবা না পাওয়ায় ওই দুই শিক্ষার্থী মারা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষটি নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। মারা যাওয়াদের অভিভাবকরা আসলে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়