ঢাকা     সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১১ ১৪৩১

সিরাজগঞ্জের যুবকসহ ভারতীয় সেই গৃহবধূ গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১ আগস্ট ২০২৩   আপডেট: ১৯:৫৮, ১ আগস্ট ২০২৩
সিরাজগঞ্জের যুবকসহ ভারতীয় সেই গৃহবধূ গ্রেপ্তার

প্রেমের টানে স্বামী-সন্তান রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছুটে এসে বিয়ে করা ভারতীয় নারী নার্গিসা বেগম (৩০) ও তার বাংলাদেশি স্বামী জুয়েল সরকারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। নার্গিসার ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (১ আগস্ট) সকালে উপজেলার বালসাবাড়ী গ্রামের দাঁদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে চলতি বছরের গত ৩০ জুলাই নার্গিসা ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন নার্গিসার প্রথম স্বামী মীর ফজলুর রহমান।

আরও পড়ুন: স্ত্রীকে ফিরে পেতে উল্লাপাড়ায় ভারতের ফজলুর

আরো পড়ুন:

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ভারতে স্বামী সন্তান রেখে তথ্য গোপন করে বাংলাদেশে এসে প্রেমিককে বিয়ে করেন নার্গিসা। তার প্রথম স্বামী ভারতীয় নাগরিক মীর ফজলুর রহমানের করা প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় নার্গিসা ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। নার্গিসার বিরুদ্ধে তার ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক রেখেই বাংলাদেশের প্রেমিক জুয়েল রানাকে বিয়ে করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার ভারতীয় স্বামীর নিকট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে আসার অভিযোগে মামলা রয়েছে।

আরও পড়ুন: প্রেমের টানে ভারতীয় তরুণী সিরাজগঞ্জে

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, নার্গিসার স্বামী ভারতীয় নাগরিক মীর ফজলুর রহমান তার স্ত্রী ও স্ত্রীর বর্তমান স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও তিনি এখানে আসলে তাকে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলাতেই নার্গিসা ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্রে প্রেমের টানে ফজলুর রহমান ও ৮ বছরের শিশু সন্তান জিসানকে ছেড়ে ভারত থেকে পালিয়ে জুয়েলের কাছে আসেন নার্গিসা। স্বামী ও সন্তানের কথা গোপন করে তিনি চলতি বছরের ১ জুন জুয়েলকে বিয়ে করেন। জুয়েল তার চেয়ে ৫ বছরের ছোট। বাংলাদেশে এসে নার্গিসা নিজেকে নাইসা মল্লিক নামে পরিচয় দেন। জুয়েল দাদপুর গ্রামের ইরান সরকারের ছেলে। 

অদিত্য/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়