ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রংপুরে আওয়ামী লীগের সমাবেশ শুরু 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২ আগস্ট ২০২৩   আপডেট: ১৪:০১, ২ আগস্ট ২০২৩
রংপুরে আওয়ামী লীগের সমাবেশ শুরু 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ

রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

সভা পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সদস্য সচিব মাজেদ আলী বাবুল। সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন রংপুরের পুত্রবধূ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় সমাবেশ মঞ্চে আসবেন তিনি এবং রংপুরবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এ সময় রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন বলে জানা গেছে। 

আরও পড়ুন: মিছিলে মুখরিত রংপুর নগরী 

এরই মধ্যে রংপুরের ঐতিহাসিক জিলা স্কুল মাঠ নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেছে। মাঠ ছাড়িয়ে প্রধান সড়কের দুই দিকে অবস্থান নিয়েছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা। নানা রঙের পোশাক আর বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আমিরুল ইসলাম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়