ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

অপশক্তির জবাব দিতে প্রস্তুত রংপুরবাসী: ফজলে শামস

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২ আগস্ট ২০২৩  
অপশক্তির জবাব দিতে প্রস্তুত রংপুরবাসী: ফজলে শামস

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‌‘আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে ও সব অপশক্তির চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত রংপুরবাসী। আজকের এই বিভাগীয় মহাসমাবেশে লাখো মানুষের উপস্থিতি তারই প্রমাণ। গত ১৪ বছরে এই রংপুরে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।’

বুধবার (২ আগষ্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 

মহানগর আওয়ামীলীগের সভাপতি ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ কেন্দ্রীয় নেতরা।

আমিরুল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়