ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘প্রেস কাউন্সিলের দায়িত্ব সাংবাদিকদের উন্নয়নে কাজ করা’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২ আগস্ট ২০২৩  
‘প্রেস কাউন্সিলের দায়িত্ব সাংবাদিকদের উন্নয়নে কাজ করা’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘বাংলাদেশ প্রেস কাউন্সিলের দায়িত্ব হলো সাংবাদিকদের উন্নয়নে কাজ করা। তারা যাতে ন্যায় বিচার পায়, সেই বন্দোবস্ত করা। সেইসঙ্গে সাংবাদিকদের অন্যায়ের বিচারও করা হয়।’ 

বুধবার (০২ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকতার মধ্যে অন্যায় করলে তার বিচার কাউন্সিলেও হতে পারে। তবে আইন হয়ে গেলে সকল বিচার প্রেস কাউন্সিলে করা সম্ভব হবে।

আরো পড়ুন:

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে। এটি সম্পন্ন হলে সাংবাদিকদের নিজস্ব আইডি হবে। এ ছাড়া সাংবাদিকদের কল্যাণে ও অধিকার আদায়ে প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। 

গোপালগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, প্রেস কাউন্সিলের সদস্য মোজাফফর হোসেন পল্টু, এম জি কিবরিয়া চৌধুরী, উৎপল কুমার সরকার, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, এসএম হুমায়ুন কবীর, প্রসুন মন্ডল, সৈয়দ মুরাদুল ইসলাম, মনোজ কুমার সাহা বক্তব্য রাখেন। এ সেমিনারে গোপালগঞ্জে কর্মরত ৬০ জন সাংবাদিক অংশ নেন।

এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
 

বাদল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়