বগুড়ায় বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার শাজাহানপুরে খুকি বেওয়া (৮০) নামের এক বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া তালপুকুর এলাকার একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া খুকি বেওয়া একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আমরা দুপুর ১২টার দিকে খবর পাই। দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটি বস্তার ভেতর অর্ধগলিত অবস্থায় ছিলো।
তিনি আরও জানান, মারা যাওয়া নারীর দুটি পা শরীর থেকে কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে এই নারীকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়।
ওসি আরো জানান, খুকি বেওয়ার স্বামী দ্বিতীয় বিয়ে করে দীর্ঘদিন অন্যত্র বসবাস করেন। খুুকি বেওয়া জোড়া তালপুকুরে তার ছেলেদের সঙ্গে থাকতেন। বিভিন্ন সময় তিনি মেয়ে এবং নাতী নাতনীদের বাড়িতে যেতেন। কি কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এনাম/ মাসুদ