টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় জাকির (২৮) ও আসাদুজ্জামান (২০) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কালিহাতী-বল্লা রোডের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে এবং আসাদুজ্জামান একই গ্রামের আরফান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিহাতী-বল্লা সড়কের চারান এলাকা থেকে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে আসছিলো। এসময় চারান অভিমুখে যাওয়া প্রাইভেটকারটি কামার্থী এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জাকির ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী আসাদুজ্জামানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল থেকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এ দুর্ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারটিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কাওছার/টিপু