ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ৫ আগস্ট ২০২৩  
চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন  

প্রবল বৃষ্টির কারণে বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনকে সরিয়ে নিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে ৯টি আশ্রয় কেন্দ্রে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। 

আরও পড়ুন: কাপ্তাইয়ে পাহাড় ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে ৫৫

আরো পড়ুন:

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি তৌহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আজ সকাল থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। চট্টগ্রাম মহানগরে ১৯ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।  

তিনি আরও জানান, আজ সন্ধ্যা ৭টা থেকে এসিল্যান্ড কাট্টলী সার্কেল ও আকবর শাহ থানার ওসির নেতৃত্বে ঝুঁকিপূর্ণ বিজয় নগর ও ঝিল পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়