ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৫ আগস্ট ২০২৩  
কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ফাইল ফটো

বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহিম শেখ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেপাড়া-চিতলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম শেখ কচুয়া উপজেলার উদানখালী গ্রামের মৃত আহমদ আলী শেখের ছেলে।

গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ইব্রাহিম শেখ। এ সময় মোটরসাইকেল চালক শাকিল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হন ইব্রাহিম ও শাকিল। পরে আহতাবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন:

শহিদুল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়