ভৈরব-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ভুল সিগন্যালে পয়েন্ট পরিবর্তনের সময় দুটি ট্রেন একই লাইনে চলে আসে
সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর ভৈরব-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় আখাউড়া থেকে আসা একটি উদ্ধারকারী ট্রেন বাজিতপুর উপজেলার সরারচর রেল স্টেশনে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আটকে থাকা এগারসিন্দুর গোধুলি ট্রেনটি ঢাকায় না গিয়ে কিশোরগঞ্জ রেল স্টেশনে ফিরে গেছে। অন্যদিকে, চট্টগ্রাম থেকে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে আটকে থাকায় ময়মনসিংহে না এসে, ভৈরব থেকে চট্টগ্রামে ফিরে গেছে। এছাড়া, দুর্ঘটনাকবলিত কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকেট ফেরত নেওয়া হয়েছে। যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম বিপাকে পড়েছেন। সরারচর থেকে কিশোরগঞ্জ জেলা সদরের দূরত্ব কম হওয়ায় অনেক যাত্রী ট্রেন ছেড়ে সিএনজিচালিত রিকশাযোগে নিজ নিজ গন্তব্যে চলে যায়। কিন্তু, ঢাকা ও ময়মনসিংহগামী যাত্রীরা ছিলেন চরম বিপাকে।
প্রসঙ্গত, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন এলাকায় দুপুর ২টায় ভুল সিগন্যালে পয়েন্ট পরিবর্তনের সময় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ও ‘এগারসিন্দুর গোধূলি’ ট্রেন দুটি একই লাইনে চলে আসে। এ সময় দ্রুত ব্রেক করায় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
রুমন/রফিক