ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

সড়কে পানি: চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৮ আগস্ট ২০২৩   আপডেট: ১৩:৩৮, ৮ আগস্ট ২০২৩
সড়কে পানি: চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল বন্ধ

চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় বন্যার পানিতে প্রধান সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।  

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে এই সড়কে কোনো যান চলাচল করতে পারছে না। 

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির ফলে সাতকানিয়া, চন্দনাইশসহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। সোমবার রাত থেকে বন্যার পানি বাড়তে থাকায় চন্দনাইশ উপজেলা অংশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানিতে ডুবে যায়। এতে সকাল থেকে চন্দনাইশ অতিক্রম করতে পারছে না কোনো যানবাহন। 

আরো পড়ুন:

চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি যাত্রিবাহী বাসের চালক হুমায়ুন কবির জানান, সকাল ৮টা থেকে চন্দনাইশে অবস্থান করছি। কিন্তু সড়কে ২/৩ ফুট পানি। ফলে কোনো ধরনের গাড়ি চলতে পারছে না।

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়