কক্সবাজারে বৃষ্টি থাকবে আরও ১ সপ্তাহ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল ও বেড়িবাঁধ ভেঙে জেলার প্রায় ৩২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ বৃষ্টিপাতের প্রবণতা আরও ৭দিন থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত প্রধান আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সঞ্চরণশীল মেঘমালা, ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হওয়ার কারণে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। আগামীকাল বুধবারও বৃষ্টিপাত কম থাকবে। কিন্তু রোববার (১৩ আগস্ট) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, গতকাল সোমবার (৭ আগস্ট) থেকে কক্সবাজারে ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গেল ১ থেকে ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন ৫০ এর কাছাকাছি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে কক্সবাজারে জলোচ্ছ্বাস এবং সাইক্লোন এর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।
তারেকুর রহমান/টিপু